মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি

ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি

সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন আতিকুর রহমান সোমেল সরদার নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা। এ ঘটনায় ওসি আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওসি নাজিম উদ্দীনসহ থানার কয়েকজন পুলিশ সদস্য সখিপুর বাজার মনিটরিং করতে যান। তখন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার প্রকাশ্যে বাজারে ঘোরাঘুরি করছেন। এ সময় পুলিশ সখিপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করতে গেলে সোমেল ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। ধাক্কায় ওসি নাজিম উদ্দিন মাটিতে পড়ে গিয়ে আহত হন। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়। পরে আহত ওসিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু জানান, ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখে আঘাত লেগেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, সামনে নির্বাচন থাকায় সখিপুর বাজারে খোলা তেল বিক্রি বন্ধে সতর্ক করতে গেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ সভাপতি সোমেল বাজারে অবস্থান করছেন। তাকে আটক করতে গিয়ে পরিচয় জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা দিয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। এতে আমি পড়ে গিয়ে আহত হই।

এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, বিষয়টি আমরা জেনেছি। আহত ওসি চিকিৎসা নিয়েছেন। অভিযুক্তকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নয়ন দাস/এমএন

সূত্র: ঢাকা পোষ্ট