মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

জেএমবির সামরিক শাখার কমান্ডার আটক

জেএমবির সামরিক শাখার কমান্ডার আটক

দিনাজপুরে অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) রংপুর বিভাগের সামরিক কমান্ডারসহ দু’জনকে আটক করেছে র‌্যাব-১৩। এ সময় পিস্তল, গুলি, বিস্ফোরক দ্রব্যসহ জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার রাতে দিনাজপুর সদরের রেল কলোনি ও রানিগঞ্জ গুড়িয়াপাড়ায় পৃথক দু’টি অভিযানে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক নগরীর পানি উন্নয়ন বোর্ডের কার‌্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মোজাম্মেল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার রাতে দিনাজপুর সদরের মুন্সিপাড়া এলাকার মোকাররম হোসেনের ছেলে জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখার কমাণ্ডার রাহাত হোসেনকে (৪০) কলোনি এলাকা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

Rangpur-JMB-(2)

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রানিগঞ্জ গুড়িয়াপাড়ায় অভিযান চালিয়ে জেএমবির শীর্ষ জঙ্গি সদস্য ওই এলাকার মৃত গোমির উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিরা প্রায় ৮/৯ বছর ধরে গোপনে সংগঠনের কার্যক্রম চালানো ও চাঁদা সংগ্রহ করাসহ নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: