সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) যে নির্বাচন তা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। 

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক গুরুত্বপূর্ণ মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ডাকসু, রাকসু, চাকসু, জাকসুর নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আশা করি একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন উপাচার্যের নেতৃত্বে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। 

এ সময় ওই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, জকসু নির্বাচন কমিশনার।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: