বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

পাঞ্জাবে বিষাক্ত মদপানে ২১ জনের প্রাণহানি

পাঞ্জাবে বিষাক্ত মদপানে ২১ জনের প্রাণহানি

সংগৃহীত

পাঞ্জাবের সাংরুরে গত বুধবার বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন ৪০ জনের বেশি। এই ঘটনার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি মদের কারবার রমরমিয়ে চলছিল। এই কারবার বন্ধ করার জন্য এলাকাবাসীরা উদ্যোগও নেন। কিন্তু খুব একটা ফলপ্রসূ হননি।

বিষাক্ত মদকাণ্ডে এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি মদ কারবারি চক্রের মূলহোতাদের পাওয়ার চেষ্টা করছে পুলিশ। 

গ্রেফতারদের জেরা করে একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। তাদের দাবি— ঐ বাড়িতেই বিষাক্ত মদ তৈরি হতো। 

পুলিশ সেই খবরের ওপর ভিত্তি করে ঐ বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে প্রায় ২০০ লিটার ইথানল উদ্ধার করা হয়েছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: