বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এমন কাজের জন্য নারীরাই দায়ী: মল্লিকা

এমন কাজের জন্য নারীরাই দায়ী: মল্লিকা

 

বলিউডের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ‘কাস্টিং কাউচ’-এর নাম। একাধিকবার অনেক অভিনেতাই ‘কাস্টিং কাউচ’-এর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তবে ‘কাস্টিং কাউচ’-এর মতো পরিস্থিতির জন্য নারীদেরই দায়ী করলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে উঠতি অভিনেত্রীদের অবস্থান নিয়ে কথা বললেন তিনি। মল্লিকার দাবি, তিনি নিজেকে কখনো এমন পরিস্থিতির মুখে ফেলেননি। তাই খারাপ অভিজ্ঞতাও কম হয়েছে।

মল্লিকা বললেন, একেবারেই এ রকম পরিস্থিতিতে পড়িনি, সেটা বললে ভুল বলা হবে। কিন্তু যারা খারাপ ইঙ্গিত দেয়, তারা সম্ভবত আমাকে ভয় পায়। আমার কথা ভেবেই তারা আতঙ্কিত হয়ে যায়। তাই আমার কাছে এই ধরনের প্রস্তাব পৌঁছয়নি কোনো দিন। অনেকেই ভেবেছে, একে কিছু বললে, এ তো ঘুরিয়ে জবাব দেবে।

মল্লিকার দাবি, তিনি কখনো রাতের বেলা কোনো পরিচালক বা প্রযোজকের সঙ্গে তার দফতরে বা কোনো হোটেলে দেখা করতে যাননি। তাছাড়া তার কথায় জানা গেল, বলিউডের খ্যাতনামীদের বিভিন্ন পার্টিতে নিমন্ত্রণ থাকলেও তিনি সে সব জায়গায় উপস্থিত থাকতেন না। 

নিজেকে চিরকাল এ সবের থেকে দূরে রেখেছেন বলে দাবি জানিয়ে মল্লিকা বললেন, আমি মনে করেছি, সুযোগ থাকলে তা আমার কাছেই আসবে। আমাকে এ সব করতে হবে না।

মল্লিকা জানালেন, একাধিক ছবি থেকে তার নাম কেটে দেওয়া হয়েছে। নায়কের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাননি বলেও তাকে ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গা নিয়েছেন অন্যান্য খ্যাতনামী অভিনেত্রীরা।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস