শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

টি-২০ বিশ্বকাপে ভিন্নভাবে উপস্থিত হবেন তারা

টি-২০ বিশ্বকাপে ভিন্নভাবে উপস্থিত হবেন তারা

আজরা মাহমুদ, শ্রাবণ্য তৌহিদা, নীল হুরেজাহান, মৌসুমী মৌ-চারজনই একাধারে উপস্থাপক, মডেল ও অভিনেত্রী। তবে তারা উপস্থাপক হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন। তাই এবারের ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ টেলিভিশন শো’-তে তাদের উপস্থিতি ভিন্নভাবে দেখা যাবে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিটিভির নতুন এই শো-য়ের নাম রাখা হয়েছে ‘ক্রিকেট এক্সট্রা’। বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে ও পরে প্রচারিত হবে শো-টি।

এই শো প্রসঙ্গে শ্রাবণ্য তৌহিদা বলেন, ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতে আমার সব সময়ই ভালো লাগে। এবার টি-২০ বিশ্বকাপ নিয়ে শোটি করছি ভেবে আনন্দ লাগছে। খেলার ৩০ মিনিট আগে প্রি-ম্যাচ শো এবং খেলা শেষে পোস্ট ম্যাচ শো হবে এটি।

মৌসুমী মৌ বলেন, খেলা চলাকালীন প্রতিদিনই এই শোটি হবে। যেখানে আমি ছাড়াও সঞ্চালনা করবেন শাবণ্য তৌহিদা ও নীল হুরেরজাহান। আমরা প্রত্যেকেই চেষ্টা করব শোটির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বাড়তি আনন্দ দিতে।

নীল হুরেজাহান বলেন, আমি উপস্থাপনা করতেই সব সময়ই পছন্দ করি, আর সেটা যদি হয় খেলাধুলার তাহলে আরো বেশি ভালো লাগে। বাংলাদেশ দল যত বেশি ভালো করবে আমরা তত বেশি এনজয় করব এই শো।

দৈনিক বগুড়া

সর্বশেষ: