সংগৃহীত
বলিউড তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল তিনি অন্তঃসত্ত্বা। যদিও সেই সব চর্চায় খুব একটা আমল দেননি। নিজেও এ নিয়ে মুখ খোলেননি। তবে এবার সুখবর দিলেন এই অভিনেত্রী। বাবা-মা হতে চলেছেন দীপিকা-রণবীর। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ইনস্টাগ্রাম পোস্টে লেখা, ‘সেপ্টেম্বর ২০২৪’। ফলে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়ে গিয়েছে, এই পোস্টের মাধ্যমে দীপিকা সন্তান জন্মের সময়ও উল্লেখ করেছেন। পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ‘ইমোজি’ও দিয়েছেন দীপিকা।
অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকা থেকে তার অনুগামী সমাজমাধ্যমে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।
প্রিয়ঙ্কা চোপড়া এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘মুবারক’। শুভেচ্ছা জানিয়েছেন প্রীতি জিনতা, সোনাক্ষী সিন্হা, কৃতি স্যানন, অর্জুন রামপাল, বরুণ ধওয়ান, অনিল কপূর, সোনম কপূর, অভিষেক বচ্চন-সহ আরও অনেকে।
দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাদের। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
সূত্র: ডেইলি বাংলাদেশ