শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সারিয়াকান্দিতে নারী কর্মীদের আয়বর্ধক মূলক প্রশিক্ষণ

সারিয়াকান্দিতে নারী কর্মীদের আয়বর্ধক মূলক প্রশিক্ষণ

সংগৃহীত

সারিয়াকান্দিতে নারী কর্মীদের আয়বর্ধক মূলক প্রশিক্ষণ পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: “শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি” প্রতিবাদ্যে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩)” শীর্ষক প্রকল্পে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মীদের আয়বর্ধক মূলক ৪টি ইউনিয়নের ৪০ জনকে এক দিনের প্রশিক্ষণ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর বুধবার সকালে সারিয়াকান্দি উপজেলা  নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা শাহ আলম। এসময় ঢাকা সদর দপ্তর ট্রেনিং কো-অর্ডিনেটর (আরইআরএমপি-৩) লায়লা আরজুমান, ট্রেনিং অফিসার তৌহিদা আক্তার, কমিউনিটি অর্গানাইজার দিপক কুমার, এলসিএস সুপারভাইজার পাভেল মিয়া,শফিকুল ইসলামসহ  অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ: