মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৯৫০ সালের বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল

১৯৫০ সালের বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল

হালকা বাদামি কাগজে সাদামাটা লেখা। কিন্তু অনন্য লেখনী এবং আন্তরিক ও কাব্যিক আমন্ত্রণের কারণে তা ৭১ বছর পর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, জাতীয় বেতন কমিশনের প্রথম নারী সদস্য শিক্ষাবিদ নুরুননাহার ফয়জননেসা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্স বিভাগের অধ্যাপক সৈয়দ মকসুদ আলী বিয়ের আমন্ত্রণপত্র এটি।

এতে লেখা-

ভাই,

নুরুন্নাহারের সাথে জড়িয়ে পড়েছি বিয়ে গ্রন্থিতে- আসছে একুশ আগস্ট, সোমবার , বর্ষামেদুর উত্তর সন্ধ্যায়। পরীবাগে সে অনুষ্ঠান।

তুমি আসবেই, আনন্দ খুশির কল্লোল তুলবেই- আবদার নয়, অধিকার।

ইতি,

মোকসুদ
১৪ই আগস্ট, ১৯৫০; ঢাকা।

দৈনিক বগুড়া