সংগৃহীত
নরসিংদীতে ঢাকা থেকে আসা সাংবাদিকদের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদর উপজেলার পাঁচদোনার চৈতাব ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামিলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা এসময় বাসের চাবি কেড়ে নিয়ে নারী, শিশুসহ সাংবাদিকদের জিম্মি করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। হামলা থেকে বাঁচতে ক্র্যাব নেতারা পুলিশকে কল করেন। কিছুক্ষণ পরে পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আক্রান্ত সাংবাদিকরা জানান, বার্ষিক ফ্যামিলি ডে উদযাপনে ক্র্যাবের ৩০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সোমবার সকালে ড্রিম হলিডে পার্কে যান। পার্কের বিপরীতে একটি খালি জায়গায় তাদের বহনকারী কিছু বাস পার্কিং করা হয়। পার্কে দিনভর আনন্দ উৎসব শেষে বিকেলে তারা ঢাকায় ফিরতে বাসে ওঠেন। তখন স্থানীয় একদল সন্ত্রাসী কিছু বাস আটকে চাঁদা দাবি করে। সাংবাদিকরা তাদের বোঝানোর চেষ্টা করলে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে।
এতে নারী-শিশুসহ বাসে থাকা যাত্রীরা ভয়-আতঙ্কে কান্না-চিৎকার শুরু করেন। হামলায় সাংবাদিক ফয়েজ, সাংবাদিক শাহেদ, সাংবাদিক মহসিনসহ ১০-১২ জন আহত হন। তবে সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তখনই সেখানে গিয়ে দুজনকে আটক করে।
এ বিষয়ে বিষয়ে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, আমরা মাধবদী থানায় অবস্থান করছি। পুলিশ দুজনকে হাতেনাতে আটক করেছে।
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ-আল-ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ক্র্যাব কার্যনির্বাহী কমিটি এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: ঢাকা পোষ্ট



.jpg)











