শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইনে কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহের লটারী ও অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৩-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার সারিয়াকান্দি খাদ্য বিভাগের আয়োজনে চলতি মৌসুমে আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আব্দুল হালিম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,দেওয়ান মোহাম্মদ আতিকুর রহমান,খাদ্য গুদাম কর্মকর্তা এস এম গোলাম রব্বানী, উপজেলা চাউল কল মালিক সমিতি সভাপতি মোজাম্মেল হক (মোজাফফর) ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুন্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তারিফুল ইসলাম প্রমুখ।

এ বছর ধান সংগ্রহের লক্ষ্যমাএা ৪৮৮ মেট্রিক টন ও চাল ৬৩৮ মেট্টিক টন, প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩০ টাকা আর চাল সংগ্রহের ক্রয়মূল্য ৪৪ টাকা এই সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সর্বশেষ: