শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বগুড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১তম বার্ষিক সাধারণ সভা

বগুড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১তম বার্ষিক সাধারণ সভা

সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ( ৩ ডিসেম্বর ) রবিবার সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়েছে। সভার উদ্বোধন ঘোষণা করেন বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম সুরুতজামান। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল। সাধারণ সভা পরিচালনা করেন বগুড়া ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিট কার্যনিবার্হী কমিটির সদস্য এলিজা ইয়াসমিন কেয়া, আলী এখতিয়ার তালুকদার তাজু, ডা. সামির হোসেন মিশু, রফি নেওয়াজ খান রবিন, শুভাশীষ পোদ্দার লিটন, মো. মতিউর রহমান মতি ও আবু ওবায়েদ মো. বাকি।

অনুষ্ঠানে বগুড়া ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব ও ২০২৪ সালের প্রস্তাবিত বাজেট পাঠ করেন। এ সময় ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন, আয়ও ব্যয়ের হিসাব অনুমোদন এবং ২০২৪ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন সভায় উপস্থিত সকল আজীবন ও বার্ষিক সদস্যরা।

এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট খায়রুল বাশার নিলুজ ও কমিশনের অন্য দুই সদস্য আল-রাজি জুয়েল, মো. মামুন হাসান ও নির্বাচন কমিশন সচিব শিকদার রাহাত ইসলাম ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৪-২৬) পরিচালনা করেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা একেএম সুরুতজামান সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও মিসেস এলিজা ইয়াছমিন কেয়া, আলী এখতিয়ার তালুকদার তাজু, ডা. সামির হোসেন মিশু, রফি নেওয়াজ খান রবিন ও শুভাশীষ পোদ্দার লিটন সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ: