শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

শেরপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মজনু

শেরপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মজনু

সংগৃহীত

সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ ও মাদক মুক্ত শেরপুর গড়ার অঙ্গিকার করলেন মজিবর রহমান মজনু। ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে এই জনপদের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা চালিয়েছি। তাই এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে শেরপুরকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত জনপদ গড়ে তুলবো। এসব অপকর্মে জড়িতদের এই অঞ্চলে কোনো ঠাঁই হবে না। সেইসঙ্গে সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব।

সোমবার (০৪ডিসেম্বর) বিকেলে শহরের স্থানীয় টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে বগুড়া-০৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এসব কথা বলেন।

শেরপুরবাসীর প্রাণের দাবি গ্যাস সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে আ.লীগের দলীয় প্রার্থী মজিবর রহমান মজনু আরো বলেন, ‘আগামি ৭জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। নইলে এই দেশ অন্ধকারের দিকে ধাবিত হবে। অশুভ শক্তি দেশটাকে গিলে খাবে।’

সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলুর সভাপত্বিতে সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সহ-সভাপতি সবুজ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংবাদিক দীপক সরকার, রবিন সরকার, নাহিদ আল মালেক, তাজুল ইসলাম, আব্দুল হান্নান রোকন, আব্দুল ওয়াদুদ, শুভ কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত মতবিনিময়সভায় শেরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়-আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ: