মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

টানা বৃষ্টি ও জোয়ারে তলিয়ে গেছে আমনের বীজতলা, চাষাবাদ অনিশ্চিত

টানা বৃষ্টি ও জোয়ারে তলিয়ে গেছে আমনের বীজতলা, চাষাবাদ অনিশ্চিত

সংগৃহীত

টানা তিন দিনের ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে পটুয়াখালীর বাউফলে আমনের বীজতলা ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার শতাধিক প্রান্তিক চাষি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে বাউফল উপজেলায় ৩৪ হাজার ৭১২ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১,২০২ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করেছিলেন কৃষকরা। কিন্তু গত কয়েক দিনের অব্যাহত বর্ষণ ও জোয়ারের পানিতে ৫৬১ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় চাষিরা জানান, বৃষ্টির পানি এবং নদীর জোয়ারে জমিগুলো এখনো তলিয়ে আছে। এতে বীজতলার ধানের বীজ পচে গেছে। কেউ কেউ একাধিকবার বীজতলা করেও ক্ষতির মুখে পড়েছেন।

চর কালাইয়া গ্রামের চাষি ওলিউল্লাহ বলেন, দুইবার বীজতলা করলাম, দুইবারই পানিতে নষ্ট হয়ে গেল। এখন আবার নতুন করে বীজ রোপণ করতে হবে। চাষি খোকন প্যাদা বলেন, দুই মণ ধানে বীজতলা করেছিলাম, সব পচে গেছে। এখন আর বীজও নেই। সরকার যদি সহায়তা না করে, তাহলে জমি অনাবাদী থাকতে পারে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চলের অনেক বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছি। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেবে।

তিনি আরও বলেন, চাষিদেরকে উঁচু জমিতে বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় জলাবদ্ধতা রয়েছে, সেখানে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম: