
সংগৃহীত
পার্টিতে অংশ নিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন হলিউডের প্রভাবশালী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। সম্প্রতি স্পেনের ইবিজায় একটি পার্টিতে অংশ নিতে যান অভিনেতা। এ সময় ফটকের কাছে তাকে আটকে দেওয়া হয়, চালানো হয় তল্লাশি।
ভাইরাল একটি ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম মাসালার খবরে বলা হয়েছে, এদিন ডিক্যাপ্রিওর পরনে ছিলো কালো পোশাক, মাথায় বেসবল ক্যাপ। এমন অবস্থায় অভিনেতাকে থামান অফিসাররা; নিয়ম অনুযায়ী তার পরিচয় পত্র দেখতে চায় পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে, প্যাট্রন কর্তৃক আয়োজিত এই পার্টতে বেশ কয়েকজন উচ্চ-প্রোফাইল অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই চেকিংয়ের ক্ষেত্রে খুব জোরদার অবস্থা প্রয়োগ করা হয়েছে।
ডিক্যাপ্রিও পরে সেই অনুষ্ঠানে ঠিকই যোগ দেন। যদিও এ বিষয়ে ডিক্যাপ্রিওর দল বা ইবিজার আয়োজকরা কেউই এই বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি।
সূত্র: ঢাকা পোষ্ট