
সংগৃহীত
অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন বার্সেলোনা সমর্থকরা। লা লিগার মৌসুম শুরুর মাত্র একদিন আগে নতুন দুই সাইনিং মার্কাস রাশফোর্ড ও জোয়ান গার্সিয়াকে নিবন্ধন করেছে লা লিগা কর্তৃপক্ষ। ফলে শনিবার মায়োর্কার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই খেলতে পারবেন তারা।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোন ডিলের মাধ্যমে আসা রাশফোর্ড ছিলেন কাগজপত্র জটিলতায় অনিশ্চয়তার মধ্যে। দীর্ঘদিন ধরে আর্থিক সীমাবদ্ধতার কারণে বার্সার কাছে বিষয়টি হয়ে উঠেছিল বড় এক “রেজিস্ট্রেশন সাগা”। তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হওয়ায় লা লিগার অফিসিয়াল ট্রান্সফার তালিকায় আসে তার নাম।
বালেয়ারিক দ্বীপপুঞ্জে বার্সা সাপোর্টারদের এক অনুষ্ঠানে ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা নিজেই সুখবরটি জানান। তিনি বলেন, ‘ফ্লিক চাইলে কালই রাশফোর্ড ও গার্সিয়াকে খেলাতে পারবেন।’
তবে বার্সার বেতনের চাপ এখনও পুরোপুরি সামাল দেওয়া হয়নি। ফলে আরেক গোলকিপার ভয়চেক শেজনি, জেরার্ড মার্টিন এবং রুনি বার্ডগজিকে এখনো নিবন্ধন করা হয়নি এবং তাদের মায়োর্কা ম্যাচ স্কোয়াডে রাখা হয়নি।
এদিকে ইনজুরির কারণে রবার্ট লেওয়ানডোভস্কি মাঠের বাইরে থাকায়, মৌসুমের উদ্বোধনী ম্যাচেই রাশফোর্ডকে প্রথম একাদশে দেখা যেতে পারে। তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন ফেরান তোরেস। এখন দেখার বিষয়—হ্যান্সি ফ্লিক প্রথম ম্যাচেই নতুন ৯ নম্বরকে আক্রমণের কেন্দ্রবিন্দু করে নামান কি না।
সূত্র: কালবেলা