
সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেটের কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কথা। হোম অব ক্রিকেট নামে পরিচিত এই মাঠেই বেশিরভাগ ম্যাচ খেলে বাংলাদেশ। ক্রিকেটীয় ঐতিহ্যে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে উগান্ডা, বলা যায় ধারেকাছেও নেই। তবে একটি রেকর্ডে ঠিকই লাল-সবুজদের ছাড়িয়ে গেছে আফ্রিকার দেশটি।
এক ভেন্যুতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের রেকর্ড উগান্ডার দখলে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৯ টি-টোয়েন্টি খেলে ৩৫ ম্যাচ জিতেছে তারা। সেখানে দলটি ২ ম্যাচ হেরেছে, পরিত্যক্ত হয়েছে ২ ম্যাচ। নিজেদের ক্রিকেট অবকাঠামো খুব বেশি শক্তিশালি না হওয়ায় রুয়ান্ডার মাঠে খেলেছে তারা।
এই রেকর্ডে দুই নম্বরে আছে বাংলাদেশ। ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মিরপুরে ৪৮ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ ২৪টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। বাংলাদেশ অবশ্য একটি দিক থেকে প্রথম। টেস্ট খেলুড়ে দলগুলোর মাঝে এক ভেন্যুতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড বাংলাদেশেরই দখলে।
এই তালিকায় তিনে থাকা তানজানিয়ার রেকর্ডটাও হয়েছে গাহাঙ্গা স্টেডিয়ামে। এই মাঠে তারা টি-টোয়েন্টি ফরম্যাটে ২২ ম্যাচ জিতেছে। চারে আছে ইন্দোনেশিয়া। নিজ দেশের উদয়না ক্রিকেট স্টেডিয়ামে দলটি ২১বার জয়ের দেখা পেয়েছে। পাঁচে আছে আফগানিস্তান। টেস্ট খেলুড়ে দলের মাঝে অবশ্য দ্বিতীয় তারা।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে চলমান ত্রিদেশীয় সিরিজে আরব আমিরাতকে হারানোর মাধ্যমে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে দ্বিতীয় দল হিসেবে এক ভেন্যুতে ২০ টি-টোয়েন্টি জয়ের কীর্তি গড়েছে আফগানরা। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ২০টি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে তানজানিয়াও।
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এক ভেন্যুতে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়ের রেকর্ডে তিন ও চার দুটিতেই পাকিস্তান। দুবাইয়ে পাকিস্তান জিতেছে ১৭ টি-টোয়েন্টি। এছাড়া লাহোরে এশিয়ার দলটি ১৬ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। এই তালিকায় পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে জিতেছে ১৪ টি-টোয়েন্টি।
সূত্র: ঢাকা পোষ্ট