মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সারিয়াকান্দিতে মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা

সারিয়াকান্দিতে মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা

সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পাঁচপীর তলা গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে রান্নাঘরে আত্মহত্যা করেছে ১২ বছর বয়সী আরাফাত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ফুলবাড়ী ইউনিয়নের পাঁচপীর তলা গ্রামের মতিউর রহমানের ছেলে এবং ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

প্রাথমিক তথ্যে জানা যায়, সকালে খাওয়া-দাওয়ার পর স্কুলে যাওয়ার সময় আরাফাত তার মায়ের কাছে কিছু টাকা চায়। মায়ের টাকা দিতে না চাওয়ায় অভিমান করে সে অন্যদের চোখের আড়ালে রান্নাঘরে গিয়ে বাঁশের তীরে রশি বেঁধে আত্মহত্যা করে।

সারিয়াকান্দি থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানিয়েছেন, একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

সর্বশেষ:

শিরোনাম: