শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার বগুড়া মটর শ্রমিকের ভোটঃ পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

শুক্রবার বগুড়া মটর শ্রমিকের ভোটঃ পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

শুক্রবার বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১২তম ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১২ বছর পর বগুড়া জিলা স্কুল মাঠে  সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট চলবে। নির্বাচনে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া নির্বাচন চলাকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান,  মটর শ্রমিক ইউনিয়নকে ঘিরে শহরের ভোটকেন্দ্র ও আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আজ সন্ধ্যা থেকেই রক্ষায় বিশেষ দায়িত্ব পালন করবেন তারা। এছাড়া নির্বাচনের দিন আনসার, পোষাকধারী পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা(ডিবি) ও ডিএসবি'র সদস্যরা সাদা পোশাকেও কাজ করবে।

বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ জানান, নির্বাচনে জেলা প্রশাসনের একাধিক ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শুভাশিষ পোদ্দার লিটন জানান, নির্বাচনে ৯০টি বুথে ১৬ হাজার ৯০০ জন ভোটার ভোট প্রদান করবেন। এছাড়া ৩০ পদে সর্বমোট ১৬২জন প্রার্থী ভোটে লড়াই করবেন। এর মধ্যে  সভাপতি পদে ৪ জন, কার্য্যকরি সভাপতি পদে ৪ জন, সহ সভাপতি পদে ২২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১২ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ৩ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৬ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, দপ্তর সম্পাদক পদে ৪ জন, প্রচার সম্পাদক পদে ৬ জন, ধর্মীয় সম্পাদক পদে ৩ জন, আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে ৬ জন, অভ্যন্তরিন সড়ক সম্পাদক পদে ৪ জন, কার্য্যনির্বাহী সদস্য পদে ৬৮ জন প্রার্থী রয়েছেন। 

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন কেন্দ্র এবং আশ-পাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া স্কুলের শিক্ষকেরা ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন। 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই