বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শুক্রবার বগুড়া মটর শ্রমিকের ভোটঃ পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

শুক্রবার বগুড়া মটর শ্রমিকের ভোটঃ পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

শুক্রবার বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১২তম ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১২ বছর পর বগুড়া জিলা স্কুল মাঠে  সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট চলবে। নির্বাচনে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া নির্বাচন চলাকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান,  মটর শ্রমিক ইউনিয়নকে ঘিরে শহরের ভোটকেন্দ্র ও আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আজ সন্ধ্যা থেকেই রক্ষায় বিশেষ দায়িত্ব পালন করবেন তারা। এছাড়া নির্বাচনের দিন আনসার, পোষাকধারী পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা(ডিবি) ও ডিএসবি'র সদস্যরা সাদা পোশাকেও কাজ করবে।

বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ জানান, নির্বাচনে জেলা প্রশাসনের একাধিক ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শুভাশিষ পোদ্দার লিটন জানান, নির্বাচনে ৯০টি বুথে ১৬ হাজার ৯০০ জন ভোটার ভোট প্রদান করবেন। এছাড়া ৩০ পদে সর্বমোট ১৬২জন প্রার্থী ভোটে লড়াই করবেন। এর মধ্যে  সভাপতি পদে ৪ জন, কার্য্যকরি সভাপতি পদে ৪ জন, সহ সভাপতি পদে ২২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১২ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ৩ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৬ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, দপ্তর সম্পাদক পদে ৪ জন, প্রচার সম্পাদক পদে ৬ জন, ধর্মীয় সম্পাদক পদে ৩ জন, আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে ৬ জন, অভ্যন্তরিন সড়ক সম্পাদক পদে ৪ জন, কার্য্যনির্বাহী সদস্য পদে ৬৮ জন প্রার্থী রয়েছেন। 

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন কেন্দ্র এবং আশ-পাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া স্কুলের শিক্ষকেরা ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন। 

দৈনিক বগুড়া

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ