শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়া পাল পাড়ায় মাটির খেলনা তৈরির ধুম

দুপচাঁচিয়া পাল পাড়ায় মাটির খেলনা তৈরির ধুম

হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয়া দুর্গা পূজার বাঁকী আর মাত্র নয় দিন। এ পূজার মেলায় মাটির তৈরি বিভিন্ন খেলনা সামগ্রী তথা মাটির জিনিস তৈরিতে পালপাড়ার লোকজনদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের পালপাড়া, চেঙ্গাঁ পালপাড়া ও উপজেলার তালোড়া পৌর এলাকার খাড়িয়ানিশিন্দারা মহল্লার পালপাড়ার লোকজন কেউবা মাটির ব্যাংক, বাঘ, হাতি আবার কেউবা ব্যাঙ, নানা ধরনের সবজী ও ফল তৈরি করছেন। অনেকে এগুলো শুকিয়ে এখন শুধু রং এর কাজ করছেন।

সব মিলিয়ে পুরো উপজেলার হিন্দু পল্লীতে এখনই উৎসবের আমেজ বিরাজ করছে।

কথা হয় উপজেলার চেঙ্গাঁ পালপাড়ার স্বপন পালের সঙ্গে। তিনি জানান এ গ্রামে প্রায় ৪৫ ঘর পাল সম্প্রদায়ের লোকজন বসবাস করে। কৃষি কাজের পাশাপাশি সবাই কূপে ব্যবহারের জন্য মাটির পাট তৈরির কাজ করে থাকেন। তিনিই একমাত্র ব্যক্তি যে শুধু বৈশাখী মেলা ও দুর্গা পূজার সময় টরটরি খেলনা, ব্যাঙ, আলু, পটল, করলাসহ ৩০ ধরনের সবজী ও আম, কলাসহ ৩০ ধরনের মাটির ফল তৈরি করে তাতে রং করে বেচা-কেনা করেন। মান ভালো হওয়ায় বগুড়া, নাটোর ও গাইবান্ধা হতে ব্যবসায়ীরা এসে তা পাইকারি কিনে নিয়ে যান। আর এ দুই মৌসুমে তিনি নিজেই বিভিন্ন মেলায় এসব পন্য বেচা-কেনা করেন। তার জমাজমি বলতে কিছুই নেই। এ পেশার আয় দিয়ে তিনি এক বিঘা জমি কিনেছেন। সেই সঙ্গে ছেলে-মেয়েদের লেখা পড়াও শিখিয়েছেন। বর্তমানে তিনি এ পেশার মাধ্যমে সচ্ছলতার মুখ দেখছেন।

দৈনিক বগুড়া