বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা থেকে ঢাকাগামী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- গাইবান্ধার নাজমুল (৩৪), পাবনার আল মামুন (৩৭), শিমুল (২৩), মিন্টু (২৩), আতিকুল ইসলাম (২৬), আশিকুর রহমান (২৬), সাপাউর (৫৮) ও ভূপতি কুমার (৫৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাজাহানপুরের বি-ব্লক এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলমান একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শাজাহানপুর থানার এসআই এখলাসুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসটি বর্তমানে শেরপুর হাইওয়ে থানায় আটক রয়েছে।

সূত্র: বিডি নিউজ ২৪

সর্বশেষ: