
সংগৃহীত
‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় পিস ফ্যাসালিটেটর গ্রুপ(পিএফজি) ও ইয়থ পিস অ্যাম্বাসেডর গ্রুপ(ওয়াইপিএজি) এর আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ২১সেপ্টেম্বর রোববার সকালে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ চত্বর হতে এক শান্তিপদযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে শাপলা কিন্ডার গার্টেন স্কুলের হলরুমে পিএফজির দুপচাঁচিয়া উপজেলা কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পিএফজির অ্যাম্বাসেডর আবুল বাশার, দিহাঙ্গার প্রজেক্ট রাজশাহীর ফিল্ড কোঅর্ডিনেটর রোকনুজ্জামান আহম্মেদ প্রমুখ।
এসময় ওয়াইপিএজি দুপচাঁচিয়ার কোঅর্ডিনেটর সাদমান হাফিজ অপু, সহ-কোঅর্ডিনেটর রিয়াদ হোসেন, রাউফুর রাহিম, ডব্লিউএভিই এর কোঅর্ডিনেটর উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, সদস্য সুলতানা হায়াত আসফিয়া সিলভা, পিএফজির সদস্য ইউনুছ আলী মহলদার মানিক, আনোয়ারুল আজাদ লিটন, গোলাম ফারুক, অসীম কুমার দাস, আব্দুল হামিদ, মোজাফ্ফর হোসেন প্রমুখ।