শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

বগুড়ায় নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ায় নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় হালিমা খাতুন (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবডাঙ্গা কাজলপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন বাঙালি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত হালিমা খাতুন সোনাতলা উপজেলার সরজনপাড়া এলাকার আব্দুল হান্নান মোল্লার মেয়ে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে হালিমার দাদি বাড়ির পাশে নদীর কাছে ভেড়া চরাচ্ছিলেন। এ সময় হালিমা ও তার ভাই আব্দুল্লাহ নদীর ধারে খেলছিল। এক পর্যায়ে পানি খাওয়ার জন্য জেদ করলে ভাই তাকে রেখে বাড়ি ফিরে যায়। পরে হালিমাকে খুঁজে না পেয়ে পরিবার ৯৯৯ -এ ফোন করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালালেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। এরপর রোববার উপজেলার দেবডাঙ্গা কাজলপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন বাঙালি নদীতে তাকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। 

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ:

শিরোনাম: