
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার করা হয়েছে। শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশনায় ইন্সপেক্টর অপারেশন নান্নু খান, এস.আই আহসান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব, এস.আই শাহাদত, শিবগঞ্জ থানার এ.এস.আই মুক্তার আলম, নজিবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জন পলাতক, ৫ জন মাদক ও নিয়মিত মামলার ২ জন আসামীসহ মোট ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ থানার পঞ্চদাশ গ্রামের গোলাপ আলী (২৭), কেশরীপুর গ্রামের মোস্তা গোলাম মোস্তফা (২৮), ভাগখোলা গ্রামের শহিদুল ইসলাম (৫২), শিবগঞ্জ পৌর এলাকার ভুরঘাটা গ্রামের শহিদুল ইসলাম (২৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পাচানি গ্রামের মৃত কাশেম উদ্দিনের মেয়ে ফাতেমা (৪৫), জয়পুরহাট সদর থানার ধারকি গ্রামের রোস্তম আলী (৩৬), শিবগঞ্জ থানার সৌলা এলাকার দুলাল (৪৫), মালাহার গ্রামের মনোয়ারা (৫৫), একই এলাকার আব্দুর রহিম (৫৯)।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়।
দৈনিক বগুড়া