
বগুড়ার শেরপুরে কৃষ্ণপুর (যমুনা পাড়া) এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ধান বোঝাই ট্রাক মহাসড়কের পার্শ্বের মিলে ঢুকে ২জন আহত হয়েছে। শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর (যমুনা পাড়া) এলাকায় এই দূর্ঘটনা ঘটে। জানাযায়, দিনাজপুর থেকে ধান লোড করে কালিহাতী যাওয়ার পথে কৃষ্ণপুর (যমুনা পাড়া) এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে মা বাবার দোয়া ট্রাক (ঢাক-মেট্র-ট-১৪-৪৩৩০) এনামুল হকের ফাইভ ষ্টার নামক অটো রাইচ মিলে ঢুকে পরে। মিলের ভিতরে কেউ না থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। এতে ড্রাইভার ও হেলপার আহতে হয়ছে।
নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দৈনিক বগুড়া