রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনী প্রচারণায় ব্যবহার হচ্ছে ফেসবুক

দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনী প্রচারণায় ব্যবহার হচ্ছে ফেসবুক

দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন ১৩ই জানুয়ারি অনুষ্টিত হবে। পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্ধের পর থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছে প্রার্থীরা। প্রচারণার প্রচলিত ধারণার বাইরে এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে ডিজিটাল নির্বাচনী প্রচারণা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চালানো হচ্ছে প্রচারণা । প্রার্থী ও তাদের সমর্থকরা নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক মতো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে চালানো হচ্ছে প্রচারণা। আর এসব প্রচারণায় নিজেদের দল এবং প্রার্থীদের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি বিরোধীমতের প্রার্থীদের নেতিবাচক দিকও তুলে ধরে ভোটারদের আকর্ষণের চেষ্টা করা হচ্ছে। তবে প্রচারণায় সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে ফেসবুক। ১৩ জানুয়ারি পৌরসভা নির্বাচনকে উদ্দেশ্য করে ফেসবুকে ইভেন্ট পেজও খুলছে বিভিন্ন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা।প্রচার প্রচারণা মুখেরিত এখন ফেসবুক। ফেসবুক খুললে দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীদের প্রতীক সম্মিলিত মার্কা।

দৈনিক বগুড়া

সর্বশেষ: