সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কাহালুতে বাল্য বিয়ের প্রস্তুতিঃ বরসহ তিনজনের কারাদন্ড

কাহালুতে বাল্য বিয়ের প্রস্তুতিঃ বরসহ তিনজনের কারাদন্ড

কাহালু উপজেলার কাউড়া গ্রামে বাল্য বিয়ের আসরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চলে।

অভিযানে সেখান থেকে আটক বর আদমদিঘী উপজেলার শাঁওলহাটের মোঃ রুবেল হোসেন (২৬), বরের পিতা মোঃ আশরাফ আলী (৫৫) ও কাজীর সহযোগী উপজেলার পিলকুঞ্জ গ্রামের আমিনুল ইসলাম (৪৫) কে ভ্রাম্যমান আদালতে ৬ মাস করে বিনাশ্রম কারাদ্বন্ড দেওয়া হয়েছে।

এদিকে দশম শ্রেণীর ছাত্রী নাবালিকা কন্যার বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে, ওই ভ্রাম্যমান আদালতে কনের পিতা কাউড়া গ্রামের হারুনুর রশিদের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান জানান, বাল্য বিবাহ নিরোধ আইনে তিনজনের জেল দেওয়া হয় এবং কনের পিতা অসুস্থ হওয়ায় তার জরিমানা করা হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: