শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

বগুড়ায় পর্নো ভিডিও বিক্রি, দোকানদারের ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় পর্নো ভিডিও বিক্রি, দোকানদারের ২০ হাজার টাকা জরিমানা

যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল ভিডিও চিত্র পেনড্রাইভে বিক্রির সময় বগুড়ায় সবুজ নামে এক দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল পৌণে ৪ টায়র দিকে শহরের সপ্তপদী মার্কেটের নিচতলায় অভিযানকালে ওই অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার শহরের সপ্তপদী মার্কেটে বিকাল পৌণে ৪ থেকে শুরু হওয়া ওই অভিযানে পর্নোগ্রাফির অশ্লীল ভিডিও বিক্রির সময় সবুজ নামে এক  দোকানদারকে আটক করা হয়। তখন  পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুসারে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় দোকান থেকে ১০০ জিবি পর্নোগ্রাফিসহ কম্পিউটারের সিপিও জব্দ করা হয়।

জিএম রাশেদুল ইসলাম আরো জানান, প্রায় দুই ঘন্টার ওই অভিযানে এই মার্কেটের ঢাকা বেকারি দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশ ও পণ্যের মোড়ক ব্যবহার না (পন্যের ওজন, পরিমান, উৎপাদনের ও মেয়াদউত্তীণ তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য) করায় ভোক্তার অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: