বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এরিয়েল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস জিতলেন বগুড়ার পুলিশ সুপার

এরিয়েল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস জিতলেন বগুড়ার পুলিশ সুপার

বিশ্বব্যাপী পেশাদার ও শৌখিন আলোকচিত্রীদের অংশগ্রহণে আয়োজিত ফ্রান্সের এরিয়েল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস–২০২০ (আপা)–এর বিভিন্ন বিভাগের সম্মাননা জিতে নিয়েছেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ দেশের সাতজন আলোকচিত্রী।

সম্প্রতি এ সম্মাননা দেওয়া হয়। বিশ্বের নানা প্রান্তের প্রতিভাবান আলোকচিত্রীদের বিশ্ব আলোকচিত্র অঙ্গনে ভিন্ন আঙ্গিকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই মূলত এ আয়োজন। সম্মাননা পাওয়া অন্যরা হলেন তৌহিদ পারভেজ বিল্পব,আজিম খান রনি, মো. তানভীর হাসান, পিনু রহমান, আবদুল মোমিন ও সুজন অধিকারী।

প্রকৃতিবিষয়ক শৌখিন আলোকচিত্রী আলী আশরাফ ভূঁইয়ার তোলা একটি ছবি স্পেশাল মেনশন ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে।

অপরদিকে, শৌখিন আলোকচিত্রী মো. তৌহিদ পারভেজ বিপ্লবের তোলা একটি ছবি ম্যান মেড ক্যাটাগরিতে চতুর্থ স্থান পেয়েছে। পেশায় বিপ্লব একজন ব্যবসায়ী এবং বগুড়া ফটোগ্রাফিক ক্লাবের প্রতিষ্ঠাতা।

এ বছরের এপ্রিলে এ প্রতিযোগিতার ছবি জমা নেওয়া শুরু হয়। সময়সীমা শেষ হয় গত ২০ সেপ্টেম্বর। ৬৫টি দেশ থেকে কয়েক হাজার ছবি জমা পড়ে। সেখান থেকে বাছাই করা হয় বিজয়ী ছবিগুলো। আগামী ১৪ ও ১৫ নভেম্বর প্যারিস ফটো উৎসবে বিজয়ী ছবিগুলো প্রদর্শনীর কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এ বছর অনলাইনেই প্রদর্শনীসহ বাকি আয়োজন সম্পন্ন হবে।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস