বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে ৫ জুয়াড়ী সহ ৬ জন আটক

দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে ৫ জুয়াড়ী সহ ৬ জন আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫ জুয়াড়ী সহ ৬ জন আটক করে।গত ৮ আগষ্ট রবিবার রাত্রি সাড়ে দশ টায় জনৈক বুলু(৪৫),পিতা-মৃত নাজির হেসেন এর চাতালের দক্ষিণ পার্শ্বে দিকে পরিত্যাক্ত ঘরে জুয়া খেলার সময় আটক হয়।এছাড়াও সি,আর মামলায় ওয়ারেন্ট মূলে ১জন গ্রেফতার করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ মোঃ হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাসেদুল ইসলাম এর নের্তৃত্বে সংঙ্গীয় ফোর্স সহ দুপচাঁচিয়া থানা এলাকায় গ্রেফতারী,পরোয়ানা তামিল,মাদক উদ্ধার এবং জুয়া নিরোধ-কল্পে এক আভিযানিক দল রাত্রিতে টহল দেওয়া সময় দুপচাঁচিয়া মেইল বাসষ্ট্যান্ড এলাকায় জনৈক বুলু(৪৫).মৃত-নাজির হোসেন এর চাতালে দক্ষিণ পার্শ্বে পরিত্যাক্ত ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় ৫ জনের কাছ থেকে সর্বমোট ১৮ হাজার ৫শ’৭৫ টাকা খেলার বোর্ড থেকে ও জুয়ার সরঞ্জামাদি সহ জব্দ করেন।এবাদে থানার এএসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দপুর ইউনিয়নে সাহার পুকুর বাাজার হইতে মোঃ নাজিমউদ্দিন এর ছেলে রহুল আমিন(৩৫),কে গ্রেফতার করেন।

আটককৃতরা হলেন দুপচাঁচিয়া সদর ইউনিয়ন ছোট ধাপ এলাকার আব্দুল মজিদএর ছেলে হাকিম(৪০),ধাপ-সুখানগাড়ী ইয়াসিন আকন্দর ছেলে এনামুল আকন্দ(৩৩),বড়-ধাপ ইছাহাক আলীর ছেলে দেলোয়ার হোসেন(৩৬),বড়-ধাপ মোঃ আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক(৫০),ধাপ-সুখানগাড়ীর মৃত-হাবিল প্রাং এর ছেলেআক্কাস আলী(২৯),

আটককৃত জুয়াড়ী দেরকে জুয়া আইনে মামলা দায়ের ও ওয়ারেন্ট আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস