মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বগুড়ার আদমদীঘিতে যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক বিহীন ঘোরাফেরা করার অপরাধে ৫টি মামলায় ২হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ১৭ আগস্ট মঙ্গলবার বিকেলে আদমদীঘির মুরইল বাজার এলাকা ও বাসস্ট্যন্ড এলাকায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত জানান, মঙ্গলবার বিকেলে আদমদীঘি মুরইল বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় নির্বাহি ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন ও  মাস্ক পরিধান না ঘোরা ফেরা করার অপরাধে যশোহরের শ্রীমতি পলি ও বগুড়ার পিন্টু ২শ টাকা, উপজেলার কড়ই গ্রামের মিঠুন কুমারের ৩০০ টাকা, বাসের কন্ট্রাকটার মাবুদ ও আশরাফুলের ১হাজার করে ২ হাজার টাকাসহ মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: