মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গাবতলীতে বাঙ্গালী নদী থেকে উদ্ধারকৃত নিষিদ্ধ জাল আগুনে ভষ্মিভুত

গাবতলীতে বাঙ্গালী নদী থেকে উদ্ধারকৃত নিষিদ্ধ জাল আগুনে ভষ্মিভুত

বগুড়া গাবতলীর তরনীহাট সংলগ্ন মরা বাঙ্গালী নদীতে মােবাইল কাের্ট পরিচালনার মাধ্যমে ৭৫হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে ভস্মিভুত করা হয়েছে। চায়না দুয়ারী জাল দিয়ে বিভিন্ন জাতের ডিমওয়ালা ও পােনামাছ নির্বিচারে ধরার অপরাধে ওই জালগুলাে উদ্ধার করে আগুন পুড়িয়ে ধবংস করা হয়।

জালের মালিককে না পাওয়ায় মামলা দায়ের কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি। মােবাইল কাের্ট পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালমা আক্তার, বাগবাড়ী ফাঁড়ীর ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমদ, ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, সাজ্জাদ হােসেন (প্রকল্প) প্রমুখ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: