বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিপদসীমা অতিক্রম করেছে যমুনার পানি

বগুড়ায় বিপদসীমা অতিক্রম করেছে যমুনার পানি

বগুড়ায় যমুনা নদী পানি বিপদসীমা অতিক্রম করেছে। সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে বৃহস্পতিবার বিকেল থেকে বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড পূর্বাভাস দিয়েছে এক সপ্তাহেরও বেশি সময় ধরে মাঝারি বন্যা থাকতে পারে। 

পানি উন্নয়ন বোর্ডের মতে এই এলাকায় মাঝারি বন্যা আজ থেকে ১০ দিন থাকবে। এছাড়াও যমুনার পানি বিকেল ৩টার পরে ১৬.৭১ মিটার প্রবাহিত হচ্ছে যা বিপদসীমা অতিক্রম করেছে । (মথুরাপাড়া পয়েন্টের বিপদসীমা ১৬.৭০ মিটার)। অন্যদিকে, সারিয়াকান্দি উপজেলার নিম্নঞ্চল এলাকায় বুধবার থেকে বন্যা শুরু করেছে। সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, “গতকাল থেকে পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। নোয়াপাড়া ও হাটবাড়ি চরের আবাসিক বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে এবং গতকাল বিকেল থেকে আমার এলাকার প্রায় ১০ হাজার চর মানুষ আটকা পড়েছে। একই উপজেলার বয়ালী চরের সাঙ্গকরুর চরের বাসিন্দা ৬০ বছর বয়সী শুলতান শেখ বলেন, “গত বুধবার থেকে যমুনার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বন্যার জল ইতিমধ্যেই আমাদের ফসলের জমিতে প্রবেশ করেছে। 

পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বৃষ্টির পানি যমুনার পানিকে বৃদ্ধি করে বন্যার সৃষ্টি করেনা, কিন্তু এবার জল উজানে এসে (আসাম, মেঘালয় থেকে) এই এলাকায় বন্যা সৃষ্টি করছে। এবার একটি মাঝারি বন্যা হবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে থাকবে "।

দৈনিক বগুড়া

সর্বশেষ: