
আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করন প্রকল্পের আওতায় বগুড়ার সোনাতলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৪র্থ ব্যাচের খামারীদের তিনদিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনি দিন।
১৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে চলমান প্রশিক্ষণ পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য দেন প্রাণিসম্পদ দপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা.উত্তম কুমার দাস ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ রকিবুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাসুদুর রহমান,সোনাতলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ সফিউল আলম.ভেটেরিনারি সার্জন ডা.অজয় চন্দ্র,বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুস সামাদ ও স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
দৈনিক বগুড়া