
সংগৃহীত
বগুড়া রবিবার সকালে স্থানীয় নিশিন্দারা অফিসে ইএসডিও’র প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালা ইএসডিও হেড অব রিজিয়ন-২ মো. এনামুল হকের সভাপতিত্বে ও জোনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম এর সঞ্চারণায় সম্পন্ন হয়েছে।
উক্ত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদ্যোক্তাদের মধ্যে সুলতানা নাজনিন ও মো. সিয়াম হোসেন। এছাড়া উক্ত প্রকল্প’র টেকনিক্যাল অফিসার মো. নাজমুল হোসেন, মনিটিরিং এন্ড ডকুমেন্টশন অফিসার আব্দুল মতিন, প্রজেক্ট ম্যানেজার মো. লিটন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল হাই, পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মো. তামিম হাসান ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা মো. রাসেল মিয়া সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন বলেন প্রকল্প’র সকল কর্মকর্তা ও কর্মচারি প্রকল্প সফলভাবে সমাপ্ত করতে উদ্যোক্তাদের সর্বদা সার্বিক সহযোগিতা করেছেন। ফলে উদ্যোক্তারা অতি অল্প সময় ও পুজি খাটিয়ে সফল ব্যবসায়ি হতে পেরেছেন। আগামীতে এ ধরনের জনবান্ধব প্রকল্প নিরপিদ খাদ্য নিশ্চিতের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল করতে বিশেষ ভুমিকা রাখবে।