মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

শাজাহানপুরে মালবাহী ট্রাক থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

শাজাহানপুরে মালবাহী ট্রাক থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

সংগৃহীত

শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেফতার এবং ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত মালবাহী ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার ভোর রাত পৌঁনে ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া সেনানিবাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত রবি মুরমু’র ছেলে মানিক মুরমু ওরফে মানেশ (২৮) এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চন্ডীপুর গ্রামের মৃত আবু বক্করও সিদ্দিকের ছেলে  সুমন হোসেন ওরফে আলিফ (২১)।

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে গতকাল বুধবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ: