সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

সারিয়াকান্দিতে চায়না ম্যাজিক জাল ধ্বংস করলো উপজেলা প্রশাসন

সারিয়াকান্দিতে চায়না ম্যাজিক জাল ধ্বংস করলো উপজেলা প্রশাসন

সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীব বৈচিত্র রক্ষায় কাজ করছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান।

অভিযানে সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ প্রমুখ। এ সময় অভিযান পরিচালনা করে ৫৬টি চায়না ম্যাজিক জাল জব্দ ও ধ্বংস করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ: