রোববার, ১৬ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

বগুড়ায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

বগুড়ায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

সংগৃহীত

ড. আনিছুর রহমান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে পদন্নোতি পেয়ে বগুড়ায় প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত রয়েছেন। মঙ্গলবার তাঁর কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা ও সহ-সভাপতি রফিকুল ইসলাম।

শুভেচ্ছা বিনিময়কালে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলেও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি (ড. আনিছুর) ১৯৯৯সালের ২৪অক্টোবর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ভেটেরিনারি সার্জন হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন।

এর পর তিনি গাবতলী, কাহালু, দুপচাঁচিয়া ও নওগাঁ জেলার রানীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও আরো বিভিন্ন জায়গায় তিনি চাকুরী করে সেবা দেন। ২০২৩সালে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন। সর্বশেষ তিনি বগুড়া জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে গত ১৬মে/২৪ পদন্নোতি পেয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান।

তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের মুসলিম সাধারণ পরিবারে জন্ম গ্রহন করেন।

সর্বশেষ: