বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

বগুড়ার নতুন পুলিশ সুপার শাহাদাত হোসেন

বগুড়ার নতুন পুলিশ সুপার শাহাদাত হোসেন

সংগৃহীত

বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন পিবিআইয়ের শাহাদাত হোসেন। এ ছাড়া বর্তমান পুলিশ সুপার জেদান আল মুসাকে দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) বদলি ও পদায়ন করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে গত ২৪ নভেম্বর লটারির মাধ্যমে জেলাভিত্তিক এসপি চূড়ান্ত করে সরকার। সেদিন প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত ম্যানুয়াল লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: কালবেলা

সর্বশেষ: