সংগৃহীত
বগুড়ায় আজ থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে শনিবার বিকেলে শহরের পৌরপার্কে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। তিনি বলেন, মেলায় আগত দর্শনার্থীদের সাথে যেমন ব্যবসায়ীদের মাঝে মিথস্ক্রিয়া হবে। তেমনি উদ্যোক্তাদের সাথে অন্য উদ্যোক্তাদের যোগাযোগ বাড়বে।
তিনি আরও বলেন, বগুড়া একটা সম্ভাবনাময়ী জেলা, ব্যবসা বানিজ্যের রাজধানী। আপনারা এখানকার পন্য কিনলে উদ্যোক্তাদের আগ্রহ বাড়বে। উদ্যোক্তারা ভোক্তাদের চাহিদা পূরণে যেন সক্ষমতা অর্জন করতে পারে, সে জন্য বিসিক ও জেলা প্রশাসন আরও প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা, হাজরাদিঘী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান।
তিনি জানান, দশ দিনব্যাপী এই উদ্যোক্তা মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বাজার সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য সবার অংশগ্রহণ কামনা করেন তিনি।
মেলার আয়োজকরা জানান, মেলায় মোট ৭০টি স্টল নিয়ে বসেছেন উদ্যোক্তারা। বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি শিল্পপণ্য, হস্তশিল্প, পোশাক, খাদ্যপণ্য, সৌখিন পণ্যসহ বিভিন্ন পণ্য মেলায় উঠানো হয়েছে।
মেলায় স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















