মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

একবার ট্যাঙ্কি ফুল করলে চলবে ৭৮০ কিলোমিটার, ফিচার কী-দাম কত?

একবার ট্যাঙ্কি ফুল করলে চলবে ৭৮০ কিলোমিটার, ফিচার কী-দাম কত?

সংগৃহীত

দীর্ঘ দুই দশক ভারতের মোটরসাইকেল বাজারে হোন্ডা ইউনিকর্ন নতুন রূপে আবার হাজির হয়েছে। ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও আধুনিক ফিচার সংযোজন করে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রস্তুত হোন্ডা। নতুন মডেলটি ইতোমধ্যে দারুণ সাড়া ফেলেছে।

নতুন কী কী ফিচার থাকছে?

নতুন হোন্ডা ইউনিকর্নে যুক্ত হয়েছে বেশ কয়েকটি আধুনিক ফিচার

» সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার

» এলইডি হেডল্যাম্প

» সার্ভিস রিমাইন্ডার

» ১৫ ওয়াট টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট

» গিয়ার পজিশন ইন্ডিকেটর ও ইকো ইন্ডিকেটর

আরও পড়ুন

ইঞ্জিন ও পারফরম্যান্স

হোন্ডা ইউনিকর্নে রয়েছে; ১৬৩ সিসি সিঙ্গল-সিলিন্ডার ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন যা ১৩ বিএইচপি শক্তি ও ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে আছে ৫-স্পিড গিয়ারবক্স।

হোন্ডা দাবি করেছে, বাইকটির মাইলেজ প্রতি লিটারে ৬০ কিলোমিটার, আর এর ফুয়েল ট্যাঙ্ক ১৩ লিটার ক্ষমতার। ফলে ফুল ট্যাঙ্কে বাইকটি ৭৮০ কিমি পর্যন্ত চলতে সক্ষম।

দাম কত?

নতুন হোন্ডা ইউনিকর্নের অন-রোড দাম শুরু হচ্ছে ১.৩৪ লক্ষ থেকে, যা সর্বোচ্চ ১.৪৫ লক্ষ রুপি পর্যন্ত যেতে পারে (ভ্যারিয়েন্ট ও রঙ অনুসারে)।

এই বাইকটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে;

» ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক

» পার্ল ইগনিস ব্ল্যাক

» রেডিয়েন্ট রেড মেটালিক

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: