সংগৃহীত
খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) বিভিন্ন তথ্য প্রকাশ করার পাশাপাশি চাইলে নির্দিষ্ট ব্যক্তিকে সরাসরি বার্তা পাঠানো যায়। আগে এই সেবা ডিরেক্ট মেসেজ (ডিএম) নামে পরিচিত ছিল। এক্স বার্তায় এনক্রিপশন বা বিশেষ কোড যুক্ত করে অন্যদের কাছে পাঠানো যাওয়ায় নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ কিছু জানতে পারেন না। এবার এক্সে ডিরেক্ট মেসেজ ব্যবস্থা বাদ দিয়ে নতুন চ্যাট–সুবিধা চালু করা হচ্ছে।
ইলন মাস্কের মালিকানাধীন এক্স অ্যাপে অনেক বছর ধরে ডান দিকের নিচে থাকা ডিএম ট্যাবের জায়গায় এখন নতুন ফিচার চ্যাট চালু হয়েছে। আগের সব ব্যক্তিগত বার্তা ও গ্রুপ চ্যাট ঠিক থাকলেও ব্যবহার অভিজ্ঞতায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
নতুন চ্যাটেও বার্তা এন্ড–টু–এন্ড এনক্রিপ্টেড থাকবে। ব্যবহারকারী বার্তা পাঠানোর পর তা সম্পাদনা, মুছে ফেলা বা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে পারবেন। সিগন্যাল অ্যাপের মতোই বিভিন্ন সুবিধা পাওয়া যাবে এক্সে। এক্স জানিয়েছে, ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে অ্যাপের ইন্টারফেসে দেখা যাচ্ছে পরিবর্তন।
যদিও এসব পরিবর্তন নিয়ে সন্তুষ্ট নন প্ল্যাটফর্মের দীর্ঘদিনের অনেক ব্যবহারকারী। অনেকেই অভিযোগ করেছেন ওয়েব সংস্করণে আগের চ্যাট খুঁজে পাওয়া এখন আগের তুলনায় কঠিন হয়ে গেছে। গ্রুপ চ্যাটের নাম পরিবর্তন করাও এখন জটিল। অনেক সময় তা সম্ভব হচ্ছে না। নতুন মোবাইল চ্যাট অভিজ্ঞতাও অনেকের কাছে ধীরগতির বলে মনে হচ্ছে।
সূত্র: প্রথম আলো


















