মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ইউটিউবে বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন্ডিং বিভাগ, কেন

ইউটিউবে বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন্ডিং বিভাগ, কেন

সংগৃহীত

২১ জুলাই থেকে ইউটিউবের ‘ট্রেন্ডিং’ বিভাগ বন্ধ বরে দিচ্ছে গুগল। ২০১৫ সালে চালু হওয়া এই বিভাগটি ব্যবহারকারীদের কাছে ধীরে ধীরে গুরুত্ব হারিয়েছে, এমন তথ্যের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

ইউটিউবের তথ্যমতে, সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের আধেয় (কনটেন্ট) দেখার ধরন বদলেছে। একক একটি তালিকায় কোন ভিডিওগুলো সবচেয়ে জনপ্রিয়, তা দেখিয়ে দেওয়া এখন আর যথেষ্ট নয়। ব্যবহারকারীরা এখন রিকমেন্ডেশন, সার্চ সাজেশন, সাবস্ক্রিপশন, কমিউনিটি ট্যাব বা মন্তব্যের ঘর থেকেই পছন্দের ভিডিও খুঁজে নিচ্ছেন। এর ফলে ‘ট্রেন্ডিং’ বিভাগের প্রয়োজনীয়তা কমে গেছে।

এক বার্তায় ইউটিউব জানিয়েছে, ‘২০১৫ সালে যখন আমরা ট্রেন্ডিং বিভাগ চালু করি, তখন ভাইরাল ভিডিও বলতে বোঝাত, একসঙ্গে সবাই যা দেখছেন। তা একটি তালিকায় তা তুলে ধরা যেত। কিন্তু এখন বিভিন্ন কমিউনিটি ও ফ্যান থেকে তৈরি হচ্ছে নানা রকম মাইক্রো-ট্রেন্ড। একটি মাত্র তালিকায় সেসবের প্রতিনিধিত্ব সম্ভব নয়।’

ট্রেন্ডিং বিভাগ মুছে ফেলার পর ব্যবহারকারীরা জনপ্রিয় কনটেন্ট খুঁজে পাবেন ‘ইউটিউব চার্টস’-এ। ২০১৮ সালে চালু হওয়া এই সুবিধায় আপাতত ট্রেন্ডিং মিউজিক ভিডিও, সাপ্তাহিক শীর্ষ পডকাস্ট এবং আলোচিত চলচ্চিত্রের ট্রেলার দেখা যাচ্ছে। তবে ইউটিউব জানিয়েছে, ভবিষ্যতে এতে আরও নতুন বিভাগ যুক্ত করা হবে।

বিশ্লেষকদের মতে, ইউটিউবের অ্যালগরিদমভিত্তিক রিকমেন্ডেশনই এখন কনটেন্ট খোঁজার প্রধান মাধ্যম। এর ফলে একাধিক কমিউনিটির ভিন্নধর্মী পছন্দ ও আচরণকে বিবেচনায় এনে ট্রেন্ডিং তালিকা প্রকাশের চেষ্টা কার্যত অচল হয়ে পড়েছে।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ: