মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

চ্যাটজিপিটিতে এবার নিজের ছবি দিয়েই বানানো যাবে হোয়াটসঅ্যাপ স্টিকার

চ্যাটজিপিটিতে এবার নিজের ছবি দিয়েই বানানো যাবে হোয়াটসঅ্যাপ স্টিকার

সংগৃহীত

নানা ধরনের স্টিকার কথোপকথনে যোগ করে আলাদা মেজাজ ও আবেগ। তবে পুরোনো স্টিকার বারবার ব্যবহার করতে করতে অনেকের কাছেই তা হয়ে উঠেছে একঘেয়ে। এবার সেই একঘেয়েমি কাটিয়ে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি এখন নিজের ছবি বা প্রম্পট ব্যবহার করে একেবারে কাস্টম স্টিকার তৈরির সুযোগ দিচ্ছে।

সম্প্রতি চালু হওয়া জিপিটি–৪ও সংস্করণের মাধ্যমে চ্যাটজিপিটি এখন স্বচ্ছ পটভূমিসহ উচ্চমানের ছবি তৈরি করতে পারে, যা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে স্টিকার হিসেবে ব্যবহার করা যায়। শুধু একটি নির্দিষ্ট নির্দেশনা বা ‘প্রম্পট’ লিখে দিলেই চ্যাটজিপিটি বানিয়ে দিচ্ছে চাহিদামতো স্টিকার উপযোগী ছবি। এই কাজে আলাদা কোনো সফটওয়্যার বা গ্রাফিকস দক্ষতার প্রয়োজন পড়ে না। একজন সাধারণ ব্যবহারকারীও চাইলে নিজের কল্পনা অনুযায়ী বানিয়ে নিতে পারেন ব্যক্তিগত স্টিকার। এমনকি নিজের তোলা ছবি দিয়েও তৈরি করা যায় একাধিক স্টিকার, যেখানে মুখাবয়ব, পোশাক, আবেগ কিংবা ভঙ্গির মতো বিষয়গুলোও ঠিক করে দেওয়া যায়। দেখে নেওয়া যাক, কীভাবে চ্যাটজিপিটিতে স্টিকার বানানো যায়।

চ্যাটজিপিটির মাধ্যমে স্টিকার বানাতে প্রথমে চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েবসাইট চালু করতে হবে। সেখানে নিজের অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপর প্রম্পট লিখে দিতে হবে। যেমন প্রম্পট হতে পারে, ‘একটি বিড়ালের স্টিকার বানাও, এর পাশে থাকবে একটি রেড হার্ট ইমোজি, পটভূমি হবে স্বচ্ছ।’ নির্দেশনা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই চ্যাটজিপিটি একটি ছবি তৈরি করে দেবে, যা স্টিকার হিসেবে ব্যবহার করা যাবে। এরপর ছবিটি ডাউনলোড করে মুঠোফোনে সংরক্ষণ করা যাবে এবং হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপে সহজেই শেয়ার করা যাবে।

শুধু প্রম্পট দিয়েই নয়, চাইলে ব্যবহারকারী নিজের ছবি দিয়েও বানাতে পারেন স্টিকার। হতে পারে সেটা একটি সেলফি, পোষা প্রাণীর ছবি কিংবা প্রিয় কোনো মুহূর্তের স্মৃতি। এমনকি ব্যবহারকারী চাইলে স্টিকারে নির্দিষ্ট ধরনের মুখাবয়ব বা আবেগের প্রকাশও উল্লেখ করতে পারেন। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী লিখতে পারেন: এ ছবিটি ব্যবহার করে ১২টি চিবি স্টিকারের একটি সেট তৈরি করো, যেগুলো থাকবে ৪ বাই ৪ গ্রিডে। প্রতিটি স্টিকারে থাকবে একই ধরনের পোশাক এবং মুখাবয়বে হাসি, রাগ, কান্না, দুঃখ, গোমড়া মুখ, চিন্তামগ্নতা, ঘুমন্ত ভাব, বিভ্রান্তি, চমকে ওঠা, জড়িয়ে ধরার আকাঙ্ক্ষা ও প্রেমে পড়ার অনুভূতি প্রকাশ পাবে। পটভূমি যেন স্বচ্ছ থাকে। চ্যাটজিপিটি এই নির্দেশনা অনুযায়ী স্টিকারের পূর্ণাঙ্গ সেট তৈরি করবে এবং এগুলো সংরক্ষণ করে ব্যবহার করা যাবে।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ: