বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

তামিমকে ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ

তামিমকে ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকছেন না তামিম ইকবাল। মূলত পিঠের ইনজুরি থেকে পুরোপুরি ফিট হননি তিনি। সেজন্য দেশসেরা এ ব্যাটারকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তামিমের পিঠের ইনজুরি পুরোনো। চিকিৎসার পর পুরোপুরি ফিট হতে এশিয়া কাপ মিস করেছেন তিনি। অবশ্য বিশ্বকাপের আগমুহূর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন তিন। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রানের ইনিংস খেলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান যে, ‘কোমরের অস্বস্তি কাটেনি তার।’

বিষয়টি তিনি ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টকেও জানান। বিশ্বকাপ দলে নিলেও পুরোটা খেলতে পারবেন কিনা শঙ্কার কথা জানান। এরপর কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপ দলে ‘আনফিট’ ক্রিকেটার নেয়ার বিষয়ে আপত্তি তোলেন।

তামিম বিশ্বকাপ দলে থাকবেন কিনা ওই সিদ্ধান্ত চূড়ান্ত করতে সোমবার মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় বৈঠক করেন কোচ ও অধিনায়ক। 

মঙ্গলবার তৃতীয়  ওয়ানডে চলাকালীন বিসিবি সভাপতি পাপন বৈঠকে ডাকেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। নানান পক্ষের সঙ্গে বৈঠক করে বিসিবি থেকে শেষ পর্যন্ত তামিম ইকবালকে বিশ্বকাপ দলে না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে। অল্প কিছুক্ষণের মধ্যে দল ঘোষণা হবে বলে বিসিবি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: