রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বনবীকে অবমাননা: ফুটবল মাঠে অভিনব প্রতিবাদ

বিশ্বনবীকে অবমাননা: ফুটবল মাঠে অভিনব প্রতিবাদ

আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম- ফরাসি প্রেসিডেন্টের এমানুয়েল ম্যাখোঁর এমন বিদ্রূপাত্মক মন্তব্য এবং ফ্রান্সে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করায় ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে দেশটির পণ্য বয়কটের ডাক উঠেছে। ফ্রান্সের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইটও হ্যাক করা হচ্ছে। এমন অবস্থায় ফুটবল মাঠে এক অভিনব প্রতিবাদ করলো কুয়েতের এক দল।

সবার আগে পণ্য বয়কট শুরু করেছিল কুয়েত। এবার দেশটির সর্বোচ্চ লিগের ম্যাচ শুরু হওয়ার আগে মুহাম্মদ (সা.)-কে সম্মান জানিয়েছে আল কাদিসিয়া নামের একটি দল।

রোববার রাতে আল সাহেলের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে একটি ব্যানার তুলে ধরে কাদিসিয়ার খেলোয়াড়রা।

সেখানে লেখা ছিল, ‘আমার বাবা-মা আপনার প্রতি উৎসর্গিত হোক প্রিয় রাসুল (সা.)’।

সাহেলের বিপক্ষে ম্যাচটি ২-১ এ জয় পেয়েছে কাদিসিয়া। কুয়েত প্রিমিয়ার লিগে তিন ম্যাচের সব কয়টিতে জয় তুলে শীর্ষে রয়েছে দলটি।

দৈনিক বগুড়া

সর্বশেষ: