
সংগৃহীত
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে ভারতীয় ক্রিকেট দল। যেখানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার এক ক্যাচ নিয়ে ৪০ বছর আগের স্মৃতি ফেরালেন অজি ক্রিকেটার ট্রাভিস হেড।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করছে ভারত। যেখানে ব্যাট হাতে উড়ন্ত শুরু পেয়েছিলেন রোহিত শর্মা। তবে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে তাকে সাজঘরের পথ দেখিয়েছেন হেড। সেই সঙ্গে ১৯৮৩ বিশ্বকাপের একটি স্মৃতি মনা করে দিলেন এ অজি ক্রিকেটার।
১৯৮৩ বিশ্বকাপে নিজেই বল করে ডিপ মিড উইকেটের দিকে উল্টো দৌড়ে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে ক্যারীবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে ফিরিয়েছিলেন ভারত দলপতি কপিল দেব। ৪০ বছর আগের সেই ক্যাচটিকেই টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হয়। রোববার ট্রাভিস হেডের ক্যাচটি কি সে ধরনেরই কিছু!
ম্যাচের বয়স তখন ৯.৪ ওভার। ব্যাট হাতে উইকেটে রোহিত, বল হাতে মোকাবিলা করছেন ম্যাক্সওয়েল। তার বলটি অফ সাইডে তুলে মারতে গিয়ে ট্রাভিস হেডের তালুবন্দী হন রোহিত।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বলছে, ট্রাভিস হেডের ক্যাচটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা। যা ৪০ বছর আগে কপিলের সেই ক্যাচ যেভাবে ভারতকে অনুপ্রাণিত করেছিল বিশ্বকাপ জিততে। আজ হেডের ক্যাচ অস্ট্রেলিয়ার জন্য তেমন কিছু এনে দেবে কি না, সেটি অবশ্য সময়ই বলে দেবে।
সূত্র: ডেইলি বাংলাদেশ