বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ইতিহাস গড়া আফঈদাদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

ইতিহাস গড়া আফঈদাদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দাপট দেখিয়ে গত রোববার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তিন ম্যাচে তিন জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করা দলটির ২৩ ফুটবলারের ১১ জনের বিশ্রামের সুযোগ ছিল না। আসার এক দিন পর মঙ্গলবার ভোরেই আবার অনুশীলনে নামতে হয়।

১১-২১ জুলাই ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ। মিয়ানমারে টানা ম্যাচ খেলার ধকল কাটানোর আগেই মেয়েদের এই নতুন মিশনের প্রস্তুতি শুরু। আজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। যে দলে আছেন মিয়ানমারে ইতিহাস গড়া নয় ফুটবলার।

জাতীয় দলের অধিনায়কের দায়িত্বে থাকা আফঈদা খন্দকার এই প্রতিযোগিতায়ও অধিনায়ক থাকছেন। তাঁর সঙ্গে দলে আছেন মিয়ানমারফেরত আরও আট ফুটবলার—দুই গোলরক্ষক মিলি আক্তার ও স্বর্ণা রানী; ডিফেন্ডার জয়নব বিবি; ‎মিডফিল্ডার মুনকি আক্তার, স্বপ্না রানী; ‎ফরোয়ার্ড মোসাম্মদ সাগরিকা, নবীরণ খাতুন ও উমেলা মারমা। ফর্মে না থাকায় রাখা হয়নি শাহেদা আক্তার ও কোহাতি কিসকুকে।

শুরুতে পাঁচটি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে হবে সাফের এবারের আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও বদল এসেছে।

এখন চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে ট্রফি। ভারত না থাকায় বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেড়েছে। বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ। এখন পর্যন্ত পাঁচ আসরে চারবারই শিরোপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা। শুধু ২০২২ সালের ফাইনালে ভারতের কাছে হেরে যান তাঁরা।

অধিনায়ক আফঈদার কণ্ঠে শিরোপা ধরে রাখার প্রত্যয়। আজ বাফুফেতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চেষ্টা করব শিরোপা ধরে রাখতে। প্রতিপক্ষ কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। আমাদের ম্যাচ বাই ম্যাচ জিততে হবে। কারণ, যার পয়েন্ট বেশি হবে, তারাই হবে চ্যাম্পিয়ন।’

২০১৮ সালে প্রথম অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক পর্যায়ে হয়েছিল নারী সাফ। সেবার বাংলাদেশ চ্যাম্পিয়ন আর ভারত হয় তৃতীয়। এরপর কখনো অনূর্ধ্ব-১৯, কখনো অনূর্ধ্ব-২০ পর্যায়ে অনুষ্ঠিত টুর্নামেন্টগুলোতে নিয়মিত অংশ নেয় ভারত। এই প্রতিযোগিতায় দুবার চ্যাম্পিয়ন (২০২২ সালে এককভাবে এবং ২০২৪ সালে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে) আর একবার রানার্সআপ তারা।

বাংলাদেশের মেয়েরা আছেন ফুরফুরে মেজাজে

ছবি: বাফুফে

১১ জুলাই বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে। ১৩ জুলাই দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবেন মেয়েরা। ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের সামনে পাবেন স্বপ্না–সাগরিকারা। ২১ জুলাই নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

অনূর্ধ্ব–২০ নারী সাফের বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক  স্বর্ণ রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার।

ডিফেন্ডার  জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার।

মিডফিল্ডার ➠ স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।

ফরোয়ার্ড ➠ পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ: