সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের বোলিং তোপে ১২৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বোলিং তোপে ১২৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

সংগৃহীত

দিন কয়েক আগেই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার ত্রিদেশীয় সিরিজে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ প্রোটিয়া যুবাদের সামনে। তবে প্রথম দেখায় বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না প্রোটিয়া ব্যাটাররা। আল ফাহাদ-রিজান হোসেনদের তোপের মুখে কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।

হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন আরমান মানাক। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৪ উইকেট শিকার করেছেন আল ফাহাদ।

নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়েছেন আল ফাহাদ। ডানহাতি এই পেসারকে সামলাতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন প্রোটিয়া ব্যাটাররা। ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন ফাহাদ। আদনান ল্যাঙ্গদিনকে ৭ রানে ফিরিয়ে ১৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই পেসার। একই ওভারে আরেক ওপেনার জুরিখ ফন স্কালভিককেও ফিরিয়েছেন ফাহাদ। ইনফর্ম এই ওপেনার ১৫ বলে করেছেন ১০ রান।

পরের ওভারে উইকেট পার্টিতে যোগ দেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। চারে নামা জেসন রোলসকে বোল্ড করেছেন তিনি। ৪ রান করে রোলস ফেরায় ২৫ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় প্রোটিয়ারা।

এই ধ্বংসস্তুপ থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দ্রুতই অলআউট হয় প্রোটিয়ারা। মাঝে পল জেমস-আমান মানাকরা চেষ্টা করেছেন ইনিংস লম্বা করার। তবে দুজনই থেমেছেন বিশের ঘরে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম: